রাজনীতি
প্রধান খবর

তারেক রহমানের সফরসূচিতে পরিবর্তন- ২৯ তারিখে আসছেন বগুড়ায়

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বগুড়া শহরের নবাববাড়ি রোডে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

জরুরি সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালু, এ কে এম মাহবুবুর রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদ উন নবী সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমন, জনসভা আয়োজন এবং নির্বাচনী গণসংযোগ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা সূত্রে জানানো হয়, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৯ জানুয়ারি ২০২৬ আনুমানিক সন্ধ্যায় বগুড়ায় পৌঁছাবেন। ওইদিন রাতে তিনি বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে তিনি বগুড়া নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

পরদিন ৩০ জানুয়ারি ২০২৬ তিনি বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং শাজাহানপুর ও গাবতলী উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন। এদিনও তিনি বগুড়া নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন বলে জানা যায়।

উল্লেখ্য, এর আগে ‘২৮ জানুয়ারি সন্ধ্যায় বগুড়া আসছেন তারেক রহমান’ শিরোনামে বগুড়া লাইভে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল। ওই সংবাদে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী ও নওগাঁ সফর শেষে ২৮ জানুয়ারি সন্ধ্যায় বগুড়ায় পৌঁছাবেন।

তবে জেলা বিএনপির সর্বশেষ জরুরি সভা ও হালনাগাদ সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের বগুড়া আগমনের তারিখ পরিবর্তন হয়ে ২৯ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button