
সারাদেশে নির্বাচনী প্রচারণাকালে নারীদের হেনস্তা, হামলা এবং দলীয় কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে রাজধানীতে নারী সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগামী ৩১ জানুয়ারি (শুক্রবার) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশে নির্বাচনী কার্যক্রম চলাকালে নারীদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের ওপর হামলার ঘটনা ঘটছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতির কারণে জামায়াতের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন।
ডা. তাহের আরও বলেন, নারীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এই নারী সমাবেশ আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



