রাজনীতি
প্রধান খবর

নারী নেতৃত্বের ব্যাপারে সরাসরি ‘না’ জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নেতৃত্বে কখনো কোনো নারী আসবেন না। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যাও তুলে ধরেছেন।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন

নারী প্রার্থী নেই

নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন,
“একজনও নেই।”
তিনি দাবি করেন, অন্যান্য রাজনৈতিক দলও খুব বেশি নারী প্রার্থী দেয়নি এবং এটি বাংলাদেশের সামাজিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। তবে ভবিষ্যতে নারী অংশগ্রহণ বাড়াতে দল প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

অন্য দলগুলো যেখানে অন্তত কয়েকজন নারী প্রার্থী দিয়েছে, সেখানে জামায়াত একজনকেও না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আগেই ব্যাখ্যা করা হয়েছে। তার ভাষায়, এতে নারীদের অসম্মান করার কোনো প্রশ্ন নেই, তবে এ ধরনের পরিবর্তন একদিনে সম্ভব নয় এবং ধাপে ধাপে প্রস্তুতির প্রয়োজন রয়েছে।

নারী নেতৃত্ব প্রসঙ্গে

নারী কখনো জামায়াতের প্রধান হতে পারবেন কি না-এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে ‘না’ বলেন। ডা. শফিকুর রহমানের মতে,
আল্লাহ মানুষকে ভিন্ন ভিন্ন দায়িত্ব ও সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি বলেন, সন্তান জন্ম দেওয়া ও লালন-পালনের মতো দায়িত্ব নারীদের জন্য নির্ধারিত, যা পুরুষদের পক্ষে সম্ভব নয় এবং এসব বিষয় আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত।

নারী প্রধানমন্ত্রী নিয়ে মন্তব্য

সাংবাদিক বাংলাদেশের দীর্ঘদিনের নারী প্রধানমন্ত্রী থাকার উদাহরণ দিলে তিনি বলেন, এতে অসম্মানের কিছু নেই এবং জামায়াতের পক্ষ থেকেও কোনো আপত্তি নেই। তবে তার মতে, দলীয় নেতৃত্বে কিছু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, যেখানে নারীদের সীমাবদ্ধতা রয়েছে।

পরিবার পরিচালনা ও সন্তান লালন-পালনের দায়িত্ব পালন করেও দলীয় প্রধান হওয়া সম্ভব নয় কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু দায়িত্ব রয়েছে, যেগুলো নারীদের পক্ষে পালন করা কঠিন। এ প্রসঙ্গে তিনি মাতৃত্বের উদাহরণ দিয়ে বলেন, এসব বিষয় আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button