প্রধান খবররাজনীতি

ঢিলেঢালাভাবে চলছে হরতাল

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধ দিবসের হরতাল চলছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ হরতাল ডাকা হলেও হরতাল নিয়ে রাস্তায় তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। অনেকটা ঢিলেঢালাভাবে হরতাল চলছে রাজধানীতে।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা রাজধানীর পল্টন মোড়, শান্তিনগর, মোহাম্মদপুর, আজিমপুর, শাহবাগ মোড়, হাজারীবাগ, জুরাইন, মিরপুর সহ ১৩টি স্থানে মিছিল-বিক্ষোভ অব্যাহত রয়েছে।

হরতালের সমর্থনে কিছু সংখ্যক নেতাকর্মীকে ভোর থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। তারা শাহবাগ এলাকায় মিছিলও করেছেন। তারা এক পর্যায়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করলেও পুলিশের সহায়তা যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নির্দিষ্ট লেনে গাড়ি চলাচল করায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেস ক্লাবসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অফিসগামী মানুষের কারণে যানবাহনের চাপ লক্ষ করা গেছে। এ ছাড়া দোকানপাট-মার্কেট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে গতকাল রাত ১১টার দিকে হরতালের সমর্থনে মিছিল করার সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলসহ চার নেতাকর্মীকে গাড়ি ভাঙচুরের অভিযোগে আটক করে পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, সারা দেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা ধারাবাহিক লড়াই-সংগ্রামের মধ্যে আছি, হরতাল আহ্বান করেছি। সারা দেশের মানুষ আমাদের কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছে। রুহিন হোসেন বলেন, বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে সরকার নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। সম্প্রতি মোটা চালসহ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে।

তিনি আরও জানান, হরতাল চলাকালীন সময়ে হাসপাতাল, জরুরি সেবাদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবার হোটেল হরতাল কর্মসূচির আওতার বাইরে থাকবে। সংবাদ সম্মেলন থেকে তিনি দেশবাসীকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত রাজপথে থেকে হরতাল সফল করার আহ্বান জানান।

এদিকে গতকাল সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় বাম গণতান্ত্রিক জোট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এই জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময় তিনি বলেন, সরকার দাবি বাস্তবায়ন না করলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button