বিএনপিরাজনীতি

আল্লাহ ছাড়া নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আল্লাহ ছাড়া আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। তিনি জানান, ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

শনিবার (৩০ আগস্ট) নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি। একমাত্র লক্ষ্য—এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম যেন না হয়।”

তিনি আরও জানান, আগামী সংসদীয় নির্বাচনের পর বিএনপি এসব সংস্কার বাস্তবায়ন করবে। তবে যেসব সংস্কার সংবিধান সংশোধন ছাড়াই করা সম্ভব, তা বর্তমান সরকার এখনই বাস্তবায়ন করতে পারে।

তার দাবি, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। কেউ নির্বাচনের বিরোধিতা করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

এসময় তিনি অভিযোগ করেন, কিছু মহল ঠুনকো অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে। কিন্তু দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। এখন যদি কেউ নির্বাচনবিরোধী বক্তব্য দেয়, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button