
প্রতীকী ছবি/ফ্রিপিক
তথ্যপ্রযুক্তির অগ্রগতির এ যুগে মোবাইল ফোন এখন সবার হাতের নাগালে। ছোট-বড়, নারী-পুরুষ— প্রায় সবার জীবনেই মোবাইল অপরিহার্য হয়ে উঠেছে। কেউ মোবাইল ব্যবহার করেন পবিত্র কোরআনুল কারিম পাঠে, আবার কেউ কেউ একই যন্ত্র ব্যবহার করেন অশ্লীল ভিডিও দেখার মতো নাজায়েজ কাজে।
সম্প্রতি এক ব্যক্তি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ওয়েবসাইটে প্রশ্ন করেন— মোবাইলে অশ্লীল ভিডিও দেখার পর কোরআন পড়া বা শোনার বিষয়টি বৈধ কি না। মোবাইল কি নাপাক হয়ে যায়? যদি হয়, তবে তা পবিত্র করার উপায় কী?
উত্তরে দেওবন্দের ফতোয়া বিভাগ জানায়, মোবাইলে অশ্লীল ভিডিও দেখা চরম অপরাধ ও নির্লজ্জপনার কাজ। এ ধরনের ভিডিও সংরক্ষণ করা বা দেখা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। যদি মোবাইলে এমন কিছু থাকে, তা অবিলম্বে মুছে ফেলা উচিত।
ফতোয়ায় আরও বলা হয়, মোবাইলে কোরআন পড়া বা শোনা বৈধ এবং নাজায়েজ নয়। তবে অশ্লীল ভিডিও দেখা সম্পূর্ণ নাজায়েজ। তাই মোবাইলকে পবিত্র রাখার উপায় হলো— সব ধরনের অবৈধ কন্টেন্ট থেকে সম্পূর্ণ বিরত থাকা।
দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট থেকে অনুবাদ: মোস্তফা ওয়াদুদ