
শীতে কাঁপছে গোটা দেশ। প্রচণ্ড শীতের তীব্রতায় জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। বিশেষ করে ফুটপাতবাসী ও গ্রামের অসহায় মানুষদের ওপর শীতের ধকল সবচেয়ে বেশি পড়ছে। পর্যাপ্ত গরম কাপড় ও আশ্রয়ের অভাবে প্রতিদিনই তাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
এই কঠিন সময়ে সমাজের প্রতিটি মানুষের দায়িত্ববোধ ও মানবতাবোধ থেকে এগিয়ে আসা জরুরি। অন্তত ব্যক্তি উদ্যোগে হলেও প্রত্যেকের উচিত নিজের সাধ্যানুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে একজন করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে শীতে কষ্ট পাওয়া একজন মানুষও অবহেলায় পড়ে থাকবে না।
ইসলামের শিক্ষা: মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত
ইসলামের ইতিহাস মানবতার অনন্য উদাহরণে ভরপুর। সাহাবায়ে কেরাম অসহায় ও দরিদ্র মানুষের পাশে নিজেদের সর্বোচ্চটা দিয়ে দাঁড়িয়েছেন। হিজরতের পর আনসাররা মুহাজিরদের সঙ্গে নিজেদের সম্পদের অর্ধেক ভাগ করে নিয়েছিলেন—যা মানবতার এক অতুলনীয় দৃষ্টান্ত।
নবী করিম ﷺ ইরশাদ করেছেন—
“যে মুসলিম অন্য মুসলিমকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, মহান আল্লাহ তাকে জান্নাতে সবুজ রঙের পোশাক পরাবেন। যে অন্যকে অন্ন দান করবে, আল্লাহ তাকে জান্নাতের খাদ্য খাওয়াবেন। আর যে অন্যকে পানি পান করাবে, আল্লাহ তাকে জান্নাতের পানীয় পান করাবেন।”
(সুনানে আবু দাউদ, হাদিস: ১৬৮২)
শীতবস্ত্র দান: সাওয়াব ও নিরাপত্তার আমল
অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র দান করা অত্যন্ত সাওয়াবের কাজ। নবীজি ﷺ আরও বলেছেন—
“কোনো মুসলমান অপর মুসলমানকে কাপড় দান করলে যতক্ষণ ওই কাপড় তার কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত দানকারী আল্লাহর হেফাজতে থাকবে।”
(জামে তিরমিজি, হাদিস: ২৪৮৪)
এ হাদিস প্রমাণ করে, দান শুধু প্রাপককেই উপকৃত করে না—দানকারীকেও আল্লাহর বিশেষ সুরক্ষায় রাখে।
আল্লাহর কাছে দায়বদ্ধতার শিক্ষা
ইসলাম সব সময় মানবতার কথা বলে এবং মানবীয় সমস্যার সমাধানে গুরুত্ব দেয়। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে নবীজি ﷺ বলেন—
হিসাবের দিন আল্লাহ বলবেন, “হে আদম সন্তান! আমি তোমার কাছে খাবার ও পানীয় চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দাওনি।”
বান্দা বিস্ময়ে বলবে, “হে আমার রব! আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আমি কীভাবে আপনাকে খাবার বা পানি দেব?”
তখন আল্লাহ বলবেন, “আমার অমুক বান্দা তোমার কাছে চেয়েছিল—তুমি যদি তাকে দিতে, তবে আজ আমার কাছেই তা পেতে।”
(সহিহ মুসলিম, হাদিস: ৬৭২১)
মানবতার ডাক
এই শীত শুধু প্রকৃতির পরীক্ষা নয়, এটি আমাদের মানবিকতা ও ঈমানেরও পরীক্ষা। গরম কাপড়, কম্বল কিংবা সামান্য সহানুভূতিও শীতার্ত মানুষের জন্য হতে পারে জীবন বাঁচানোর উপায়। তাই আসুন, এই শীতে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি—মানবতার সেবায়, আল্লাহর সন্তুষ্টির আশায়।
তথ্যসূত্র: সময় টিভি



