ধর্ম

ধনী গরিব নির্বিশেষে মসজিদে মসজিদে নামাজ আদায়

পবিত্র ঈদুল ফিতর আজ। একমাস সিয়াম সাধনা শেষে ঈদের নামাজে শামিল ধনী গরিব নির্বিশেষে।

করোনার কারণে এবার নামাজ হচ্ছে মসজিদে মসজিদে। মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। জাতীয় ঈদগাহে কোনো জামাত না হলেও একাধিক জামাত অনুষ্ঠিত হচ্ছে বায়তুল মোকাররমে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ নামাজ পড়বেন বঙ্গভবন মসজিদে। এবার  হচ্ছে না শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বড় বড় ঈদ জামাতও। করোনায় ছন্দহীন এই সময়ে শতকষ্টের মাঝেও, পরিবার পরিজন নিয়ে আনন্দ খোঁজার চেষ্টা ধর্মপ্রাণ মুসলমানরা। 

প্রার্থনা, আগামীতে সবার জন্য ঈদ হোক, উৎসব আনন্দের। 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button