
সারিয়াকান্দি-নারচী হাটফুলবাড়ী সড়কে ধসে সরাসরি যোগাযোগ বন্ধ।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে গত তিন দিনের টানা বর্ষনে নারচী-ফুলবাড়ীর সড়কের এক অংশ ধসে গেছে। ফলে গত দুদিন ধরে এই পথের যোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক বৃষ্টিতে উপজেলার প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা দেখা দিয়েছে। এতে করে উপজেলার কয়েক হাজার মানুষকে প্রতিদিন যাতায়াতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ সড়ক জামালপুর মাদারগঞ্জ বালিজুড়ি হতে সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের জামথল নৌ-বনদর পর্যন্ত পাকা সড়কের বহু স্থান ধসে পড়েছে।
কর্নিবাড়ী-ছোনপচা, বোহাইল-ধারাবর্ষা, নিজবলাইল-সারিয়াকান্দি, সারিয়াকান্দি-সোনাতলা, সারিয়াকান্দি-সুখানপুকর, করিতলা ভায়া চন্দনবাইশা ঘুঘুমারী সড়ক ছাড়াও ভেলাবাড়ী- সারিয়াকান্দি উপজেলা পরিষদ -গনকপাড়া, সারিয়াকান্দি-নারচী ভায়া ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
এর মধ্যে নারচী-হাটফুলবাড়ী সড়কে একাধিক স্থান ধসে পড়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ আছে।
নারচী গ্রামের বাসিন্দা জগলু সরকার জানান, প্রতিদিনকার কাজে হাট ফুলবাড়ীতে আসতে হয় আমাদের। আবার বগুড়ায় যেতে এ পথ দিয়ে তাড়াতাড়ি হয়। কিন্তু এখন যোগাযোগ বন্ধ। ফুলবাড়ীতে আসতে আমাদের অনেক দূর ঘুরে আসতে হয়।
এ ব্যপারে উপজেলা প্রকৌশলী তুহিন সরকারের সাথে যোগাযোগ করা হলে বলেন, সড়কগুলো মেরামতের ব্যবস্থা নিচ্ছি আমরা। দ্রুত এগুলো যোগাযোগের উপযোগী করা হবে।