শেরপুর উপজেলা

বগুড়ায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের “ব্যবস্থাপক সম্মেলন” অনুষ্ঠিত

বগুড়ায় আনসার -ভিডিপি উন্নয়ন ব্যাংকের “ব্যবস্থাপক সম্মেলন- ২০২১ বগুড়া অঞ্চল” ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর উত্তরবঙ্গের পাঁচ তারকা মমইন হোটেল এন্ড রিসোর্ট এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি মোসাদ্দেক- উল- আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যা়ংকের পরিচালনা পর্ষদের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে -আরা বেগম এর প্রতিনিধি টিএমএসএস এর ডিইডি মোঃ আব্দুল কাদের, ব্যাংকের জিএম জেড. এম .হাফিজুর রহমান, আনসার ও ভিডিপি বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক ,বগুড়া মোঃ তারিকুল ইসলাম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক মোঃ জুলফিকার মতিন। সম্মেলনে অঞ্চলাধীন শাখাসমূহের ব্যবস্থাপকগণ , নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তা, প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button