প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

বগুড়া জেলার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র আদনান নাহিদ (১৯) ও তার বন্ধু সম্পদ (২০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জাপুর কৃষ্ণপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন শেরপুর উপজেলার মীর্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে ও শেরপুর সামিট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র আদনান নাহিদ ও কৃষ্ণপুর নামাবালা গ্রামের হৃদয় কুমারের ছেলে সম্পদ কুমার (২০)।

জানা যায়, আদনান ও সম্পদ মটর সাইকেল যোগে শেরপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। মীর্জাপুর বাজারের কাছাকাছি পৌছিলে ট্রাকের ধাক্কায় মটরসাইকেলসহ তারা মহাসড়কের উপরে পড়ে যায়। এসময় পিছন থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়ার হাউজ পরিদর্শক নাদির হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দুই যুবকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করেছে। পরে নিহতদের পরিবারের কাছে লাশ হন্তান্তর করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button