প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ার বাঙালি নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন নয় বছর বয়সী মাদ্রাসা ছাত্র মোঃ রিফাত। প্রায় আড়াই ঘন্টা অভিযান শেষে রিফাতের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

শুক্রবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরির দল অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করে।

উদ্ধার রিফাত বগুড়া সদরের নিশিন্দারা এলাকার রকি ফকিরের ছেলে এবং শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

জানা যায়, নিহত রিফাতসহ বিনোদপুর কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ৭০ জন ছাত্র নিয়মিত বাঙালি নদীতে গোসল করে। বৃহস্পতিবারেও রিফাত দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার অন্যান্য ছাত্রসহ বাঙালী নদীতে গোসল করতে যায়। গোসল শেষে অন্যান্য ছাত্রদের সাথে সেও নদীর পাড়ে উঠে আসে। এ সময় রিফাত তার সহপাঠিদের জানায়,’ তার স্যান্ডেল নদীর পাড়ে ফেলে এসেছে’।

দুপুরে খাবারের আগে নাম হাজিরার সময় রিফাতকে অনুপস্থিত পাওয়া যায়। খোঁজাখুঁজি করে রিফাতকে কোথাও না পাওয়া গেলে সহপাঠীরা তখন নদীতে রিফাতের স্যান্ডেল নিতে যাওয়ার ঘটনাটি জানায়। পরে রিফাতের বাবা রকি ফকির ও মাদ্রাসা কর্তৃপক্ষ শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

অভিযোগের ভিত্তিতে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে জানানো হলে রাজশাহী থেকে একটি ডুবরি দল শুক্রবার রিফাতের লাশ উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button