শিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ আ. লীগ নেতাকে ছিনতাই

আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজু। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়েছেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু।

শনিবার (৪ অক্টোবর) রাতে শিবগঞ্জ পৌর এলাকার চকভোলা খাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ৮ টার দিকে শিবগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

থানায় নেওয়ার পথে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে তারা ধস্তাধস্তি করে রাজুকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, রাজু গত বছর জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া ১২ মামলার আসামি। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button