স্ত্রীর প্রশংসা করার দিন আজ

ছবি: সংগৃহীত
যদিও প্রতিদিনই স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তবুও ক্যালেন্ডারে একটি বিশেষ দিন স্ত্রীকে আলাদাভাবে সম্মান জানানোর সুযোগ তৈরি করে। এ ভাবনা থেকেই প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্ত্রীর প্রশংসা দিবস।
২০০৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। এরপর ধীরে ধীরে এটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। দিবসটির মূল উদ্দেশ্য হলো স্ত্রীদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানো।
অনেকে নিয়মিতভাবেই স্ত্রীকে প্রশংসা করেন, যা দাম্পত্য সম্পর্ককে আরও দৃঢ় করে। আবার অনেকেই অন্তরে কৃতজ্ঞ থাকলেও প্রকাশ করতে পারেন না। তাদের জন্য এই দিবসটি হতে পারে সহজ সুযোগ। প্রশংসাসূচক বাক্য বা ভালোবাসার প্রকাশ সম্পর্কের বন্ধনকে আরও উষ্ণ করে তুলতে পারে।
স্ত্রীর প্রশংসা দিবস উদযাপনের অন্যতম সুন্দর উপায় হলো উপহার দেওয়া। সেটা হতে পারে একটি ফুলের তোড়া, প্রিয় কোনো বই, পোশাক বা গয়না। চাইলে এদিন একসঙ্গে রেস্টুরেন্টে সময় কাটানো বা স্ত্রীর পছন্দের কিছু দিয়ে তাকে চমকে দেওয়াও হতে পারে বিশেষ আয়োজন।