খেলাধুলাবিপিএল

বিপিএলে অংশ নিচ্ছে না ফরচুন বরিশাল, আগ্রহী ১০ প্রতিষ্ঠান

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দল পাওয়া ও ধরে রাখার জন্য ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) জমা দেওয়ার শেষ দিনেও আবেদন করেনি তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মোট ১০টি প্রতিষ্ঠান বিপিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানান, সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চল নির্ধারণ করা হয়েছে—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এর মধ্যে কমপক্ষে পাঁচটি দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ফরচুন বরিশালের অনুপস্থিতির ইঙ্গিত আগে থেকেই ছিল। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলামের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে, তামিম-সংযুক্ত ফরচুন বরিশাল বিপিএল থেকে সরে দাঁড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গত আসরের দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস এবারও আগ্রহ দেখিয়েছে। রংপুর রাইডার্স আগের মতোই বসুন্ধরা গ্রুপের অধীনে থাকবে। ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে ওয়ালটন ও রিমার্ক হার্লান। রাজশাহী কিংসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে দেশ ট্রাভেলস।

পূর্বে আর্থিক জটিলতায় থাকলেও এবার চিটাগং কিংসও আগ্রহ দেখিয়েছে। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি মালিকানার জন্য আবেদন করেছে এসকিউ স্পোর্টস।

তথ্যসূত্র: ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button