
২০ ডিসেম্বর ছিল কিলিয়ান এমবাপ্পের ২৭তম জন্মদিন। আর এই বিশেষ দিনেই রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের ‘আইডল’ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসালেন ফরাসি তারকা। স্প্যানিশ ক্লাবটির হয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ড এখন যৌথভাবে রোনালদো ও এমবাপ্পের দখলে।
শনিবার রাতে লা লিগায় সেভিয়াকে ২-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এর মাধ্যমে ২০২৫ সালে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ৫৯-এ। ২০১৩ সালে রিয়ালের হয়ে একই বছরে ৫৯ গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২০২৪ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে এবারই প্রথম পুরো একটি ক্যালেন্ডার বছর খেললেন ক্লাবটির হয়ে। ২০২৫ সালে ৫৮ ম্যাচে তিনি করেন ৫৯ গোল। এর মধ্যে ১১ ম্যাচে জোড়া গোল ও ৪ ম্যাচে হ্যাটট্রিক রয়েছে। ৩০টি গোল এসেছে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে, বাকি ২৯টি চলমান ২০২৫-২৬ মৌসুমে।
চলতি বছরে লা লিগায় এমবাপ্পের গোল ১৮টি, চ্যাম্পিয়নস লিগে ৯টি ও কোপা দেল রেতে ২টি। ২০২৫ সালে রিয়ালের আর কোনো ম্যাচ না থাকায় এই সংখ্যায় আর যোগ করার সুযোগ নেই।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, রোনালদোর সঙ্গে এই রেকর্ড ভাগ করে নেওয়া তাঁর জন্য “বিশাল সম্মান”। জন্মদিনে রিয়ালের হয়ে খেলতে পারাটাও নিজের স্বপ্ন পূরণের মতো বলে জানান তিনি।
২০২৫ সালে রিয়ালের খেলা শেষ হয়েছে। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা দলটি ২০২৬ সালের ৪ জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে।
তথ্যসূত্র: প্রথম আলো



