খেলাধুলাফুটবল
প্রধান খবর

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু বগুড়ার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে রাজবাড়ী জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

বুধবার নোয়াখালী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে বগুড়া জেলা দলের সামি একমাত্র গোলটি করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন।

ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য বগুড়া জেলা দলের কারিমকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার ঝিনাইদহ জেলা দলের বিপক্ষে মাঠে নামবে বগুড়া জেলা দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button