খেলাধুলাবিপিএল
প্রধান খবর

শান্ত–মুশফিকের দুর্দান্ত জুটিতে সিলেটকে হারাল রাজশাহী

নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের এই ম্যাচে লক্ষ্য তাড়ায় শুরুতে ধীরগতির হলেও শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয় রাজশাহী।

ইনিংসের শুরুতে নাজমুল হোসেন শান্ত ধীরগতিতে ব্যাটিং করেন। প্রথম ৮ বলে করেন মাত্র ২ রান। তবে ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা তিনটি চার মেরে ইনিংসে গতি আনেন তিনি। এরপর ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পান শান্ত এবং ইনিংসের শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রাখেন।

শেষ ওভারের এক বলেই হজরতউল্লাহ জাজাইয়ের মিস ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে শান্ত বিপিএলে নিজের দ্বিতীয় শতক পূর্ণ করেন। তিনি ৬০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন।

অন্যপ্রান্তে দুই উইকেট হাতে রেখে মুশফিকুর রহিমও ছিলেন সাবলীল। তিনি ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। শান্ত ও মুশফিক ৭১ বলে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।

শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স ১৯.৪ ওভারে ২ উইকেটে ১৯২ রান তুলে নিয়ে ম্যাচ জিতে নেয়।

এর আগে ১৯১ রানের লক্ষ্য তাড়ায় রাজশাহীর শুরুটা ভালো হয়নি। প্রথম ৫ ওভারে ৩০ রান তুলতেই তানজিদ হাসানের উইকেট হারায় দলটি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে শান্ত টানা তিনটি চার মেরে চাপ কাটিয়ে দেন। অষ্টম ওভারে শাহিবজাদা ফারহানকে আউট করার আগে একটি করে ছয় ও চার মারেন তিনি। ১২তম ওভারে ৩৬ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত।

অপরদিকে ব্যাট হাতে আগে সিলেট টাইটান্স ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে। পারভেজ হোসেন ইমন ঝড়ো ইনিংস খেলেন। পাওয়ার প্লেতে সাইম আইয়ুব ১৫ বলে ২৮ রান করে আউট হন। আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই করেন ২০ রান।

ইমন ২৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ফিফটি পূর্ণ করেন। তিনি আফিফ হোসেনের সঙ্গে ৪১ বলে ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইমন ৩৬ রান করে বিদায় নিলেও আফিফ ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন, শেষ পর্যন্ত তার স্কোর দাঁড়ায় ৬৫।

রাজশাহীর বোলিংয়ে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button