
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের দিন শনিবার সকালে সুস্থভাবেই দলের সঙ্গে মাঠে এসেছিলেন সহকারী কোচ মাহবুব আলি। তবে ম্যাচ শুরুর আগেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় দলের বয়সভিত্তিক দলের এই কোচ।
শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহীর ম্যাচ শুরুর আগে মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলি। তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে গেলে বিসিবির চিকিৎসক ও দুই দলের ফিজিওরা দ্রুত মাঠে ছুটে আসেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় মাঠেই তাকে লাইফ সেভিং সাপোর্ট বা সিপিআর দেওয়া হয়।
এরপর জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে সিলেটের স্থানীয় আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে সব ধরনের চিকিৎসা চেষ্টা ব্যর্থ করে কিছুক্ষণ পরই মৃত্যুবরণ করেন মাহবুব আলি।
মাহবুব আলির মৃত্যুর বিষয়টি সিলেটের আল হারামাইন হাসপাতালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার মিঠুও বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে মাহবুব আলি ছিলেন ঢাকা ক্যাপিটালস দলের পেস বোলিং ইউনিটের দায়িত্বে। তরুণ পেসারদের গড়ে তোলার কারিগর হিসেবে তিনি ক্রিকেটাঙ্গনে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
বিপিএলের কোচিংয়ের পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ। সবশেষ তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের কোচিং প্যানেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের কোচিং স্টাফেও তিনি ছিলেন।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগেই এই অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কোচের এমন আকস্মিক মৃত্যু ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।
তথ্যসূত্র: জনকণ্ঠ



