খেলাধুলাবিপিএল
প্রধান খবর

শেষ বলে নাটকীয় ১ উইকেটে জয় সিলেটের, অপর ম্যাচে ক্যাপিটালসের ৫ উইকেটের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার রাতের ম্যাচে স্নায়ুক্ষয়ী লড়াই শেষে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারিয়েছে সিলেট টাইটানস। প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হার দিয়ে আসর শুরু করা সিলেট দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল। অন্যদিকে নবাগত নোয়াখালী এক্সপ্রেস টানা হারের বৃত্তেই রইল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও মাজ সাদাকাত শূন্য রানে ফিরলেও মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত ৬১ রান (৫১ বল), জাকের আলীর ২৯ রান (১৭ বল) এবং সৈকত আলীর ২৪ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় দলটি। সিলেটের হয়ে খালেদ আহমেদ ২৩ রানে ৪টি এবং সাইম আইয়ুব ২৫ রানে ২টি উইকেট নেন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। মাত্র ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এরপর পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ ৬৬ বলে ৮৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। ইমন ৪১ বলে ৬০ রান করে আউট হলে ফের বিপদে পড়ে টাইটানস। মাত্র ৮ রানের ব্যবধানে পড়ে যায় আরও চার উইকেট।

১২৫ রানে অষ্টম উইকেট পতনের পর ইথান ব্রুকস ১৩ বলে ১৬ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারে এক উইকেট হাতে নিয়ে শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। সাব্বির হোসেনের করা ‘ওয়াইড’ বলে সমীকরণ নেমে আসে ১ রানে। শেষ বলে লেগ বাই থেকে জয়সূচক রান তুলে নেয় সিলেট। ২৩ রানে ৪ উইকেট নেওয়ায় ম্যাচসেরা নির্বাচিত হন খালেদ আহমেদ।


রাজশাহীর ব্যাটিং ব্যর্থতায় জয় ঢাকার, ক্যাপিটালসের ৫ উইকেটের জয়

বিপিএলের আরেক ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। শুক্রবার উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এদিন ব্যাটিংয়ে বিবর্ণ ছিলেন।

আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। প্রথম বলেই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে হারিয়ে চাপে পড়ে দলটি। তানজিদ হাসানকে নিয়ে ৩৯ এবং ইয়াসির আলীকে নিয়ে ৩০ রানের জুটি গড়লেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হন অধিনায়ক শান্ত। আগের ম্যাচে মুশফিকুর রহিমের সঙ্গে ১৩০ রানের জুটি গড়া শান্ত আজ মুশফিকের সঙ্গে যোগ করতে পেরেছেন মাত্র ৯ রান।

পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানে ৩টি উইকেট নেন। নাসির হোসেন শিকার করেন ২ উইকেট। শান্ত ২৮ বলে ৩৭ এবং মোহাম্মদ নওয়াজ ২৬ বলে ২৬ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ৬ ওভারে ৪৩ রান তুলতেই হারায় ২ উইকেট। সাইফ হাসান ও উসমান খান সাজঘরে ফেরেন। তবে পরে আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ ৪৫ রানে ভর করে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ঢাকা।

এই বিভাগের অন্য খবর

Back to top button