ক্রিকেটখেলাধুলা
প্রধান খবর

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ: নিরাপত্তা উদ্বেগে অনড় বিসিবি, সমাধানে আইসিসি-বিসিসিআই বৈঠক

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনীহা এখনো কাটেনি। নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। তবে এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এই সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ দলকে ভারত সফরে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন একটি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসির উদ্যোগে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিসিসিআই, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দলকে পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাব তুলে ধরবে।

তবে বিসিবির অভ্যন্তরীণ সূত্র বলছে, নিরাপত্তা বিষয়ে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে, তা উপেক্ষা করে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন,

“যেহেতু এটি আইসিসির টুর্নামেন্ট, তাই ভারতের বোর্ডের সঙ্গে আমাদের সরাসরি কোনো আলোচনা হয়নি। পুরো বিষয়টি আইসিসির মাধ্যমেই পরিচালিত হচ্ছে।”

সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান এখনো অপরিবর্তিত। যদিও আইসিসি ও বিসিসিআই যৌথভাবে সমাধানের চেষ্টা চালাচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আসন্ন অনলাইন বৈঠকের আলোচনার ওপর

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button