মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে পগবা ও আমাদ দায়ালো

খেলা শেষে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো।
এর আগে গত সপ্তাহে চেলসির বিপক্ষে এফএ কাপ শিরোপা জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী।
চলমান প্রিমিয়ার লিগে মঙ্গলবার ফুলহামের বিপক্ষে ম্যানইউর ম্যাচ শেষে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানান পগবা ও দায়ালো। ভিডিওতে দেখা গেছে, খেলা শেষে খেলোয়াররা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন। এরপরই তারা সেটি ওড়ান।
এর আগে, ম্যাচ শেষ হওয়া মাত্র ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত হামজা। উইনিং মেডেল গ্রহণ থেকে শুরু করে শিরোপা উল্লাস পর্যন্ত গায়ে জড়িয়ে রাখেন পতাকা। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্ব ফুটবলের মুসলিম তারকারা প্রতিবাদে শামিল হয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার প্রতিবাদ জানালেন হামজা।