দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও হারলো টাইগাররা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের আগে নিজেদের শেষ ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আইরিশদের কাছে ৩৩ রানে হেরে গেছে লিটন-মুশফিকরা। এর ফলে দেশ থেকে টানা সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেও বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের।
এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড ক্রিকেট দল। ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বিশাল সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। ৫০ বলের মোকাবেলায় ৮৮ রানে অপরাজিত গ্যারেথ ডিলানি ছিলেন সর্বোচ্চ স্কোরার, হাঁকান ৩টি চার ও ৮টি ছক্কা। এছাড়া হ্যারি টেক্টর ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। অন্যান্যদের মধ্যে পল স্টার্লিং ১৬ বলে ২২, অ্যান্ড্রু বালবির্নি ২২ বলে ২৫ ও জর্জ ডকরেল ৯ বলে ৯ রান করেন।