
টাইগারদের শ্রীলঙ্কার সাথে চলমান সিরিজেও পুরোপুরি ব্যর্থ লিটন কুমার দাস। প্রথম দুই ওয়ানডেতে সর্বসাকুল্যে তার ব্যাট থেকে এসেছে মোট শূন্য রান। যার ফলস্বরূপ সিরিজের শেষ ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের ১৫ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তার জায়গায় ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রতিভাবান ব্যাটার জাকের আলী অনিক।
লিটন শনিবার (১৬ মার্চ) বিকেলেই ঢাকা চলে যাচ্ছেন। ঢাকা থেকে জাকেরেরও আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
লঙ্কানদের বিপক্ষের প্রথম দুই ওয়ানডেতে যথাক্রম প্রথম ও তৃতীয় বলে ডাক মেরে আউট হন তিনি। লিটনের বাজে এই ফর্মের কারণে নির্বাচকদের মনে হয়েছে তাকে আপাতত দলের সঙ্গে রাখার দরকার দেখেছেন না। নির্বাচক কমিটির লিটনকে সরাসরিই জানিয়ে দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন তিনি।
সর্বশেষ ১৪ ইনিংসেও কোন পঞ্চাশোর্ধ ইনিংস আসেনি তার ব্যাট থেকে।
অন্যদিকে জাকের সদ্য সমাপ্ত লঙ্কানদের সঙ্গে টি-২০ সিরিজ বাদেও ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে তার ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন।