
সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে শুভ সূচনা বাংলাদেশের। ছবি: এপি
এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নেয় লিটন দাসের দল। টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। লঙ্কানদের হয়ে সাবেক অধিনায়ক দাসুন শানাকার ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাইফ হাসান ৪৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেললেও ২ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। সেখানেই ভরসা হয়ে ওঠেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। তিনি খেলেন মাত্র ৩৭ বলে ৫৮ রানের ইনিংস। তার ব্যাটে ভর করেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষদিকে উত্তেজনা তৈরি হলেও নাসুম আহমেদের শান্ত উপস্থিতিতে জয় নিশ্চিত হয়।
সাইফের পর হৃদয়ের ইনিংসই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ সুপার ফোরে দুর্দান্ত শুরু করলো।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৫ ওভারে ১৬৯/৬ (শামীম ১৪, নাসুম ১; তানজিদ ০, লিটন ২৩, সাইফ ৬১, হৃদয় ৫৮, জাকের ৯, মেহেদী ০)
শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৩, ওয়েল্লালাগে ০; নিসাঙ্কা ২২, মেন্ডিস ৩৪, মিশারা ৫, পেরেরা ১৬, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২