
ট্রফি ছাড়াই ভারতের উদযাপন। ছবি: সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালেও ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ল। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পরও ট্রফি ও মেডেল গ্রহণ থেকে বিরত থাকে ভারতীয় ক্রিকেট দল।
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যক্তিগত পুরস্কারগুলো স্বাভাবিকভাবেই দেওয়া হলেও চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তরের সময় তৈরি হয় নাটকীয়তা। সঞ্চালক সাইমন ডুল ঘোষণা করেন, এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতীয় দল আজ পুরস্কার গ্রহণ করবে না। তবে ভারতীয় দলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।
এর আগে রানার্স-আপ পাকিস্তানের খেলোয়াড়রা নিজেদের মেডেল এবং অধিনায়ক সালমান আলি আঘা ডামি চেক গ্রহণ করেন। ব্যক্তিগত পুরস্কারের মধ্যে তিলক ভার্মা ম্যাচ সেরার, অভিষেক শর্মা টুর্নামেন্ট সেরার এবং কুলদীপ যাদব সর্বাধিক উইকেট শিকারের পুরস্কার নেন।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত ছিলেন। ট্রফি তার হাত থেকেই নেওয়ার কথা থাকায় ভারতীয়রা তা গ্রহণে অস্বীকৃতি জানান।
রাজনৈতিক টানাপোড়েনের কারণে আগে থেকেই গুঞ্জন ছিল যে ভারত এভাবে অবস্থান নিতে পারে। শেষ পর্যন্ত ট্রফি না নেওয়ার মধ্য দিয়ে সেই জল্পনাই সত্যি হলো বলে মনে করছে ক্রিকেট মহল। তবে ট্রফি হাতে না পেলেও ভারতীয় ক্রিকেটাররা মাঠেই নিজেদের মতো করে উদযাপন করেন এবং ফটোগ্রাফারদের সামনে চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবি তোলেন।