বগুড়ায় ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশের জয়

তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে চলছে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবারের খেলায় শহীদ ওয়াসিম একাদশ ৪৮ রানে পরাজিত করেছে শহীদ ইয়ামিন একাদশকে।
বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শহীদ ওয়াসিম একাদশ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের অধিনায়ক শিহাব সর্বোচ্চ ৫০ রান এবং রসূল ২৬ রান করেন। শহীদ ইয়ামিন একাদশের আফ্রিদি ৩টি এবং নাফিস ২টি উইকেট নেন।
জবাবে শহীদ ইয়ামিন একাদশ ব্যাট করতে নেমে ৩৯ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ১২২ রানে থেমে যায়। দলের পক্ষে রাফি ২৭ এবং রনি ২৩ রান করেন। শহীদ ওয়াসিম একাদশের বোলার নাফিস দুর্দান্ত বোলিং করে একাই ৪ উইকেট দখল করেন।
খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য শহীদ ওয়াসিম একাদশের অধিনায়ক শিহাবকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইনসহ আরও অনেকে। ম্যাচে আম্পায়ার দায়িত্ব পালন করেন মিথুন ও পাপ্পু।
এদিকে বুধবার অনুষ্ঠিত হবে শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ ওয়াসিম একাদশের মধ্যকার খেলা।