খেলাধুলা

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (১ অক্টোবর) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেদিনই তামিমসহ অন্তত ১০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

কাউন্সিলর ইসরাফিল খসরু সংবাদমাধ্যমকে জানান, সরকারের একটি গোষ্ঠীর হস্তক্ষেপের প্রতিবাদেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোনো পরিবেশ নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই না।”

খসরু আরও বলেন, “সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে। আপাতত এটুকুই বলছি, শিগগিরই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব।”

কিছুদিন আগেই তামিম সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, সরকারের একটি অংশ বিসিবি নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

বুধবার দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল, আর দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, তামিমের পাশাপাশি ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে মঙ্গলবার হাইকোর্ট তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button