খেলাধুলা
প্রধান খবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ

আসিফ আকবর। ছবি: সংগৃহীত

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তার আগে আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

দুপুর ১২টার মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় সেখানে একমাত্র প্রার্থী হিসেবে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

একইভাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।

তথ্যসূত্র: কালেরকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button