ক্রিকেটখেলাধুলা

বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে মাত্র ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজ জয় নিশ্চিত করে নারী টাইগাররা। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মারুফা আক্তার।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। কিন্তু প্রথম ওভারেই বাংলাদেশি পেসার মারুফা আক্তার দুই উইকেট তুলে নিয়ে তাদের চাপে ফেলে দেন। উমাইমা সোহেল ও সিদরা আমিন দুজনেই শূন্য রানে ফিরেন। পরে নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার ও ফাহিমা খাতুনের নিয়ন্ত্রিত বোলিংয়ে একে একে সাজঘরে ফেরেন পাকিস্তানি ব্যাটাররা। সর্বোচ্চ ২২ রান করেন অধিনায়ক ফাতিমা সানা। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার সর্বোচ্চ ৩ উইকেট নেন। মারুফা ও নাহিদা আক্তার পান ২টি করে উইকেট। এছাড়া রাবেয়া, নিশিতা ও ফাহিমা একটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭ রানে প্রথম উইকেট হারালেও রুবিয়া হায়দার ও নিগার সুলতানার ব্যাটে ভর করে জয় নিশ্চিত হয়। রুবিয়া হায়দার অপরাজিত ৫৪ রান করেন। সোবহানা মোস্তারি ২৪ রানে সঙ্গ দেন তাকে।

আগামী ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button