ক্রিকেটখেলাধুলা
প্রধান খবর

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে হতাশাজনক বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে নামে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর শারজাহতে দ্বিতীয় ম্যাচেও একই ধারাবাহিকতা বজায় রেখে দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেটের জয় পায় জাকের আলির দল। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসে শুরুটা ভালো হয়নি। দলীয় ৩ রানের মাথায় তানজিদ তামিম এবং ১৬ রানে পারভেজ ইমন আউট হয়ে ফেরেন। সাইফ হাসানও থামেন ১৮ রানে। তবে চতুর্থ উইকেটে জাকের আলি ও শামিম পাটোয়ারীর ৫৬ রানের জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। জাকের ২৫ বলে ৩২ এবং শামিম ২২ বলে ৩৩ রান করে ফেরেন।

এরপর নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র ২১ বলে ৩ ছক্কা ও ১ চার মেরে করেন ৩১ রান। শেষদিকে শরিফুল ইসলামের ৬ বলে ১১ রানের ক্যামিও বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয় শেষ ওভারের প্রথম বলেই।

আগামী ৫ অক্টোবর শারজাহতেই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

এই বিভাগের অন্য খবর

Back to top button