খেলাধুলা

আজ মাশরাফী বিন মোর্ত্তজার জন্মদিন

মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি: সংগৃহীত

আজ ৫ অক্টোবর, বাংলাদেশ ক্রিকেটের রূপকথার নায়ক ও সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জন্মদিন। জীবনের ৪১ বছর পেরিয়ে আজ তিনি পা রাখলেন ৪২ বছরে। কাকতালীয়ভাবে, মাশরাফীর পুত্র সাহেলেরও জন্মদিন আজই।

১৯৮৩ সালের এই দিনে নড়াইলের চিত্রা নদীর পাড়ের মহিষখোলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন মাশরাফী। মাতামহ তাঁর ডাকনাম রাখেন ‘কৌশিক’, এই নামেই তিনি নড়াইলে বেশি পরিচিত। বাবা গোলাম মোর্ত্তজা ও মা হামিদা মোর্ত্তজার স্নেহে বেড়ে ওঠা মাশরাফী শৈশব থেকেই প্রাণবন্ত ও উদারচেতা মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় তাঁর পরিচয় হয় সুমনা হক সুমির সঙ্গে; ২০০৬ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ঘর আলোকিত করেছে কন্যা হুমায়রা ও পুত্র সাহেল।

বাইকপ্রেমী মাশরাফী তার গতিময় বোলিং দিয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়েই নজর কেড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের। রবার্টসের পরামর্শেই তিনি বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পান এবং সেখান থেকেই জাতীয় দলে পদার্পণ করেন।

২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মাশরাফীর, যেখানে তিনি প্রথম ম্যাচেই ৪ উইকেট শিকার করেন। একই বছরের ২৩ নভেম্বর ওয়ানডেতে অভিষেকের ম্যাচে নেন ২ উইকেট। তবে শুরুতেই হাঁটুর ইনজুরিতে পড়ে দীর্ঘ দুই বছর মাঠের বাইরে থাকতে হয় তাঁকে।

ইনজুরি কাটিয়ে ২০০৪ সালে ভারতের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। রাহুল দ্রাবিড়কে আউট করে ফেরান নিজের ছন্দে, আর সেই সিরিজে শচীন ও সৌরভকেও আউট করার সুযোগ তৈরি করেছিলেন।

২০০৬ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ছিল তাঁর অসাধারণ অবদান— সেই ম্যাচে অ্যাডাম গিলক্রিস্টকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি।

২০১৫ সালের বিশ্বকাপে তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে। একই সঙ্গে তাঁর নেতৃত্বেই টাইগাররা ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ে। তাঁর আমলেই বাংলাদেশ ওয়ানডে র‍্যাংকিংয়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় এবং চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পায় এক দশক পর।

ক্রিকেট মাঠে যেমন তিনি দৃঢ় নেতা, তেমনি মাঠের বাইরে একজন জনপ্রিয় জননেতা। ক্যারিয়ারের শেষ পর্যায়ে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শুরু করেন নতুন পথচলা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাশরাফী বিন মোর্ত্তজা চিরস্মরণীয় এক নাম— এক অনুপ্রেরণা, এক কিংবদন্তি।

এই বিভাগের অন্য খবর

Back to top button