
সাইফ হাসান। ছবি: সংগৃহীত
এশিয়া কাপে শ্রীলংকা ও ভারতের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলা সাইফ হাসান এবার সেই ধারাবাহিকতা বজায় রাখলেন আফগানিস্তানের বিপক্ষে। তার দুর্দান্ত ইনিংসে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও জিতে আফগানদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
রোববার (৫ অক্টোবর) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় টাইগাররা। এর মাধ্যমে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
এর আগে টস জিতে বোলিং নিয়ে বাংলাদেশ আফগানিস্তানকে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানে আটকে দেয়। শরিফুল ইসলাম শুরুতেই ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে চাপ সৃষ্টি করেন। নাসুম আহমেদ তুলে নেন রহমতউল্লাহ গুরবাজের উইকেট। আফগান ব্যাটার দারউইচ রসুল ২৯ বলে ৪৩ ও সেদিকুল্লাহ আতাল ২৩ বলে ২৮ রান করে দলের সংগ্রহ টেনে নেন।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ১৫ রানে ৩ উইকেট নেন। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বলে ১৪ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন। এরপর তিন নম্বরে নেমে ইনিংসের হাল ধরেন সাইফ হাসান। তানজিদ হাসান তামিম ৩৩ বলে ৩৩ রান করে আউট হলেও সাইফ একপ্রান্ত আগলে রাখেন। জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারী দ্রুত ফিরে গেলে কিছুটা চাপ আসে, তবে সাইফ সেই চাপ কাটিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
৩৮ বলে ৬৪ রানে অপরাজিত থাকা সাইফ হাঁকিয়েছেন ২টি চার ও ৭টি ছক্কা। তার সঙ্গে নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ১০ রানে।
সাইফ হাসানের এই ঝড়ে আফগানিস্তানকে সহজেই হারিয়ে দারুণভাবে সিরিজ শেষ করল বাংলাদেশ।