ক্রিকেট
প্রধান খবর

অনন্য উচ্চতায় কোহলি, শচীনকে ছোঁয়ার পথে

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। এই ইনিংসের মাধ্যমে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ভারতীয় এই তারকা ব্যাটার।

রোববার ভাদোদরায় অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (২৮,০১৬ রান) ছাড়িয়ে যান কোহলি। বর্তমানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার মোট আন্তর্জাতিক রান দাঁড়িয়েছে ২৮,০৬৮

এই তালিকায় কোহলির ওপরে আছেন কেবল ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের মোট রান ৩৪,৩৫৭

২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কোহলি।

ভাদোদরার ম্যাচে ভারতের লক্ষ্য ছিল ৩০১ রান। ৯১ বলের ইনিংসে দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার ইনিংসে ছিল নিখুঁত টাইমিং ও ম্যাচ নিয়ন্ত্রণের দৃষ্টান্ত।

চার উইকেট ও ছয় বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময় কোহলি বলেন,
‘নিজের পুরো যাত্রার দিকে তাকালে এটা স্বপ্নপূরণের মতোই মনে হয়। আমি জানতাম এখানে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। যা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ ও গর্বিত।’

ব্যক্তিগত মাইলফলক নিয়ে খুব বেশি ভাবছেন না জানিয়ে সাবেক ভারত অধিনায়ক আরও বলেন,
‘এই মুহূর্তে আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। ব্যক্তিগত রেকর্ড এখন আমার মাথায় নেই।’

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button