ক্রিকেট
প্রধান খবর

আসিফ নজরুলের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’- বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করল আইসিসি

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের করা সাম্প্রতিক দাবিকে সরাসরি অস্বীকার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি উপদেষ্টার বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানায়, ভারতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছিল, তবে সেখানে ক্রীড়া উপদেষ্টা যে ধরনের বক্তব্য দিয়েছেন, তার কোনো ভিত্তি নেই।

সূত্রটি জানায়,
‘আইসিসির কোনো বার্তায় মোস্তাফিজুর রহমান দলে থাকলে নিরাপত্তাঝুঁকি বাড়বে-এমন কিছু বলা হয়নি। আসিফ নজরুল যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।’

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ দল ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারতে খেলতে অনীহা প্রকাশ করে এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিসিবি আইসিসিকে চিঠিও দিয়েছে।

এই বিতর্কের সূত্রপাত হয়, যখন বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। তখন বিসিসিআই ‘অস্পষ্ট পরিস্থিতি’র কথা উল্লেখ করলেও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

এরপর সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো চিঠিতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন,
‘প্রথমত, বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমান থাকলে। দ্বিতীয়ত, সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। তৃতীয়ত, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত নিরাপত্তা ঝুঁকি বাড়বে।’

তবে আইসিসি এসব বক্তব্য কঠোরভাবে নাকচ করে জানায়, তাদের কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বার্তায় এ ধরনের পরামর্শ দেওয়া হয়নি।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button