খেলাধুলাফুটবল

ব্রাজিলের প্রথম জয় সেনেগালের বিপক্ষে

সেনেগালের বিপক্ষে অবশেষে জয়ের স্বাদ পেল ব্রাজিল। আগের দুই দেখায় না জিতলেও, তৃতীয়বারে এসে আফ্রিকান শক্তিকে ২-০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির দলকে জয় এনে দেন এস্তেভাও ও কাসেমিরো।

গত মাসে জাপানের কাছে ৩-২ ব্যবধানে হারের পর চাপের মধ্যে ছিল ব্রাজিল। সেই ধাক্কা কাটিয়ে সেনেগালের বিপক্ষে এই জয় তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ—এটাই দু’দলের লড়াইয়ে ব্রাজিলের প্রথম জয়। ২০১৯ সালে প্রথম দেখায় ১-১ ড্র, আর দুই বছর আগে ৪-২ ব্যবধানে হারার পর এবারই তারা জয়ের মুখ দেখল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। এস্তেভাও, মাতেউস কুনিয়া, রদ্রিগো ও ভিনিসিয়ুসকে নিয়ে গড়া আক্রমণভাগ শুরুতেই দারুণ চাপ তৈরি করে। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই দুর্ভাগ্যজনকভাবে দুইবার পোস্টে বল লাগে কুনিয়ার শটে।

অবশেষে ২৮তম মিনিটে কাসেমিরোর পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন এস্তেভাও—এটাই জাতীয় দলের হয়ে তার দশম ম্যাচে চতুর্থ গোল। সাত মিনিট পর রদ্রিগোর ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে ব্যবধান ২-০ করেন অধিনায়ক কাসেমিরো।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলার গতি কিছুটা কমে গেলেও জয় ধরে রাখে তারা। সেনেগালও একটি সহজ সুযোগ নষ্ট করে। পুরো ম্যাচে ব্রাজিল নেয় ১৪টি শট, এর মধ্যে ছয়টি লক্ষ্যে। তবে ৬৪তম মিনিটে ডিফেন্ডার গাব্রিয়েলের চোট কিছুটা উদ্বেগ বাড়িয়েছে।

চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার ফ্রান্সে তিউনিসিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button