ফুটবল
প্রধান খবর

২০২৬ বিশ্বকাপ: আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড প্রায় চূড়ান্ত, নিশ্চিত ২০ জন

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। সময় যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হয়ে উঠছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডের রূপরেখা। চোট, ফর্মের ওঠানামা কিংবা তরুণদের চমক শেষ মুহূর্তে হিসাব বদলে দিতে পারে—তবুও বর্তমান পারফরম্যান্স ও কোচিং স্টাফের পরিকল্পনায় একটি শক্ত প্রাথমিক তালিকা দাঁড়িয়ে গেছে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে প্রস্তুত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এর মধ্যে ২০ জন খেলোয়াড়ের জায়গা প্রায় নিশ্চিত, আর বাকি ছয়টি স্থানের জন্য চলছে তীব্র প্রতিযোগিতা

প্রায় নিশ্চিত ২০ জন

বড় কোনো অঘটন না ঘটলে এই ফুটবলারদের বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাওয়াই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

গোলরক্ষক:
এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ, জেরোনিমো রুলি

ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার:
রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড:
লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা

শেষ ছয়টি জায়গার লড়াই (২১–২৬)

সবচেয়ে বেশি নাটকীয়তা অপেক্ষা করছে স্কোয়াডের শেষ ছয়টি জায়গাকে ঘিরে। কৌশলগত প্রয়োজন, সাম্প্রতিক পারফরম্যান্স ও কোচ লিওনেল স্কালোনির পছন্দের ওপর নির্ভর করবে কারা সুযোগ পাবেন।

এই তালিকায় রয়েছেন—
ওয়াল্টার বেনিতেজ, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালার্দি, ফাকুন্দো মেদিনা, মারকোস সেনেসি, মারকোস আকুনিয়া, ভ্যালেন্তিন বার্কো, এক্সেকিয়েল পালাসিওস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও হোসে মানুয়েল লোপেজ।

কারা আপাতত পিছিয়ে

চোট ও ধারাবাহিকতার অভাবে আপাতত জাতীয় দলের ভাবনায় নেই পাউলো দিবালা। একই কারণে আলোচনার বাইরে রয়েছেন মাতিয়াস সুলে, আলান ভারেলা ও ফাকুন্দো কাম্বেসেস।

তরুণ প্রতিভা ক্লোদিও এচেভেরি, ভ্যালেন্তিন কার্বোনি ও ভ্যালেন্তিন গোমেসদের এখনও নিজেদের আরও প্রমাণ করতে হবে।
বিশেষ অবস্থানে রয়েছেন আলেহান্দ্রো গারনাচো—বড় ক্লাবে খেললেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে তার সুযোগ পাওয়া অনিশ্চিত। নিয়মিত আলোচনায় থাকলেও এখনো স্থায়ী জায়গা নিশ্চিত করতে পারেননি আনহেল কোরেয়া

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button