ফুটবল
প্রধান খবর

বার্সেলোনার বিস্ময়বালক পেদ্রো ফার্নান্দেসকে দলে নিল পিএসজি

লা লিগার ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে যোগ দিয়েছেন ক্লাবটির তরুণ প্রতিভা পেদ্রো ফার্নান্দেস। ‘ড্রো ফার্নান্দেস’ নামে পরিচিত ১৮ বছর বয়সী এই আক্রমণভাগের মিডফিল্ডারকে প্রায় ৭ মিলিয়ন ডলারে দলে ভিড়িয়েছে পিএসজি, যা তার রিলিজ ক্লজের চেয়ে সামান্য বেশি।

জানুয়ারিতেই বার্সা ছাড়ার ইচ্ছা

মূল দলে নিয়মিত খেলার সুযোগের সন্ধানে জানুয়ারিতেই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন ফার্নান্দেস। বিষয়টি বার্সা কর্তৃপক্ষকে বিস্মিত করে। শেষ পর্যন্ত ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবকে পেছনে ফেলে তাকে দলে টেনে নেয় পিএসজি।

পিএসজিতে যোগ দিয়ে যা বললেন ফার্নান্দেস

চুক্তির পর আনুষ্ঠানিক পরিচয়ে ফার্নান্দেস বলেন,

“প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এটি আমার ও আমার পরিবারের জন্য বড় গর্বের মুহূর্ত। এই জার্সির জন্য সর্বোচ্চটা দিতে আমি ভীষণ উচ্ছ্বসিত।”

লুইস এনরিকের ভূমিকা

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের সূত্রে জানা যায়, এই চুক্তিতে বড় ভূমিকা রাখেন পিএসজির কোচ লুইস এনরিক। তিনি ব্যক্তিগতভাবে ফোন করে ফার্নান্দেসকে ফ্রান্সে যাওয়ার বিষয়ে রাজি করান। উল্লেখ্য, কোচ এনরিক ও ফার্নান্দেস-দুজনেরই এজেন্ট সাবেক স্প্যানিশ ফুটবলার ইভান দে লা পেনা

হানসি ফ্লিকের ক্ষোভ

ফার্নান্দেসের বিদায়ে ক্ষুব্ধ হয়েছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। থিয়াগো আলকান্তারা ও পেদ্রির সঙ্গে তুলনীয় এই মিডফিল্ডারকে তিনি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ অংশ ভাবছিলেন।
গত সপ্তাহে ফ্লিক বলেন,

“যারা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ নয়, আমি তাদের চাই না।”
তিনি ইঙ্গিত দেন, খেলোয়াড়কে ঘিরে থাকা ‘কিছু মানুষ’ এই সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।

বার্সায় সুযোগ সীমিত ছিল

সূত্র জানায়, ফ্লিকের পছন্দের ৪-২-৩-১ ফরমেশনে ফ্রেনকি ডি ইয়ং ও পেদ্রি মিডফিল্ডের ভিত্তি হওয়ায় ফার্নান্দেস নিজের জন্য পরিষ্কার ভবিষ্যৎ দেখছিলেন না। ‘নম্বর ১০’ পজিশনে ফেরমিন লোপেজ, দানি ওলমো ও রাফিনিয়ার নিয়মিত উপস্থিতিও তার সুযোগ কমিয়ে দেয়।

চলতি মৌসুমে বার্সার হয়ে তিনি ৫টি ম্যাচে মাত্র ১৪৮ মিনিট খেলেন। সর্বশেষ ২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বদলি হিসেবে নামেন।

শেষ স্মৃতি

২০২২ সালে ১৪ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া ফার্নান্দেসের কাছে প্রত্যাশা ছিল বড়। ক্লাব চাইছিল ১৮ বছরে পা দেওয়ার পর নতুন চুক্তিতে রিলিজ ক্লজ বাড়াতে। কিন্তু ১২ জানুয়ারি ১৮ বছরে পা রাখার পর, সৌদি আরব থেকে ফেরা ফ্লাইটে সতীর্থ রাফিনিয়ার দেওয়া জন্মদিনের কেকই হয়ে থাকল বার্সেলোনার জার্সিতে তার শেষ স্মৃতি

সব মিলিয়ে, ইউরোপীয় ফুটবলের আরেকটি আলোচিত ট্রান্সফারে নতুন অধ্যায় শুরু করলেন বার্সেলোনার এই তরুণ প্রতিভা-এবার প্যারিসের জার্সিতে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button