১৬ ডিসেম্বরের আগে চালু ফোন বন্ধ হবে না: মন্ত্রণালয়

১৬ ডিসেম্বরের আগে যেসব মোবাইল ফোন সচল আছে, সেগুলো কোনোভাবেই বন্ধ হবে না—এ তথ্য নিশ্চিত করে জনসাধারণকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
গত ১ ডিসেম্বর মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর প্রস্তাব নিয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে ৩ ডিসেম্বর (বুধবার) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানিকৃত স্টক ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ IMEI রয়েছে, সেই নম্বরের তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে সেগুলোকে বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে ক্লোন ফোন ও রিফারবিশড ফোন এ সুবিধার আওতায় আসবে না।
এছাড়া ১৬ ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু হওয়ায় বৈধ IMEI ছাড়া কোনো হ্যান্ডসেট কেনা থেকে বিরত থাকতে জনগণকে অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, অবৈধ আমদানিকৃত, চোরাচালানকৃত এবং ক্লোন ফোন দেশে আর ব্যবহারের সুযোগ পাবে না। বিদেশি পুরোনো ফোনের ডাম্পিং এবং কেসিং পাল্টে ইলেকট্রনিক বর্জ্য ঢোকানোর অবৈধ প্রবণতাও বন্ধ করা হবে।


