জিমেইলে এআই বিপ্লব: ইমেইল লেখা ও রিপ্লাই দেবে গুগলের জেমিনি
‘হেল্প মি রাইট’ ফিচারে বদলে যাচ্ছে মেইল ব্যবহারের ধরণ

নিয়মিত ইমেইল দেখা, লেখা কিংবা উত্তর দেওয়া-এখন আর সময়সাপেক্ষ বা বিরক্তিকর কাজ নয়। গুগল জিমেইলে যুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শক্তিশালী ফিচার জেমিনি, যা ব্যবহারকারীদের ইমেইল ব্যবস্থাপনাকে করে তুলবে আরও সহজ ও স্মার্ট।
গুগলের নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে কাউকে মেইল লেখার সময় ব্যবহারকারী পাবেন ‘Help Me Write’ নামের একটি এআই টুল। শুধু প্রম্পট দিলেই জেমিনি সম্পূর্ণ মেইল ড্রাফট করে দেবে। প্রয়োজনে মেইলকে
- Formalize (আরও আনুষ্ঠানিক করা),
- Elaborate (বিস্তারিত করা),
- Shorten (সংক্ষিপ্ত করা)
এই অপশনগুলোর মাধ্যমে সহজেই নিখুঁত করে নেওয়া যাবে। এমনকি আগেই লেখা ইমেইলও এসব টুল ব্যবহার করে সম্পাদনা করা সম্ভব।
ওয়েব, অ্যান্ড্রয়েড ও আইওএস-সব প্ল্যাটফর্মেই এই সুবিধা মিলবে।
অটোমেটিক রিপ্লাই ও মেইল সারসংক্ষেপ
এখানেই শেষ নয়। ইনবক্সে আসা মেইলের রিপ্লাইও এবার স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে জেমিনি। ব্যক্তিগত কথোপকথনের ধরন বুঝে আপনার ভঙ্গিতেই উত্তর তৈরি করবে এই এআই।
উদাহরণ হিসেবে বলা যায়-বন্ধুদের পিকনিকে কে কী আনবে, এমন আলোচনায় কেউ যদি ইমেইলে প্রস্তাব পরিবর্তনের কথা জানায়, জেমিনি সেটার জবাব আপনার মতো করেই লিখে দেবে। প্রয়োজনে ব্যবহারকারী নিজের মতো করে পরিবর্তনও করতে পারবেন।
এছাড়া দীর্ঘ মেইলের সংক্ষেপসার তৈরি করে দেওয়ার সুবিধাও থাকছে, যা সময়ের অভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।
সময় বাঁচাবে, কাজ সহজ করবে
এই আপডেটের মাধ্যমে ইমেইল ব্যবহারে সময় ও শ্রম-দুটোই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গুগল সার্চে ব্যবহৃত ‘এআই ওভারভিউ’ ফিচারও যুক্ত হচ্ছে জিমেইলে।
বর্তমানে বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি মানুষ জিমেইল ব্যবহার করেন। আগে থেকেই বানান ও ব্যাকরণ সংশোধনের সুবিধা থাকলেও, এবার Suggested Reply ও জেমিনির মতো এআই ফিচার জিমেইলকে আরও কার্যকর করে তুলবে।
বিশেষজ্ঞদের মতে, এই আপডেট ইমেইল ব্যবস্থাপনায় একটি নতুন যুগের সূচনা করল।
সূত্র: সংবাদ প্রতিদিন



