ফেসবুকে কনটেন্ট সুরক্ষায় এসেছে বড় আপডেট

ফেসবুক অ্যাপ। ছবি: রয়টার্স
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ব্যবহারকারীদের মৌলিক কনটেন্ট রক্ষায় নতুন উদ্যোগ চালু করেছে। ‘মেটা কনটেন্ট প্রোটেকশন’ নামের এই টুলের মাধ্যমে এখন থেকে অন্যের ছবি, ভিডিও, পোস্ট কিংবা স্টোরি কপি করলে তা কপিরাইট লঙ্ঘন হিসেবে ধরা পড়বে। প্রয়োজনে ওই কনটেন্ট সরিয়ে দেওয়ার পাশাপাশি ট্র্যাকও করা যাবে।
প্রথম ধাপে সীমিত সংখ্যক একাউন্ট ও পেইজে এই সুবিধা চালু হলেও ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে এটি। উল্লেখযোগ্য বিষয় হলো—এটি ব্যবহার করতে আলাদা করে কোনো আবেদন বা “রাইট ম্যানেজার” টুলের প্রয়োজন হবে না; ফেসবুক স্বয়ংক্রিয়ভাবেই ফিচারটি সক্রিয় করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ আপডেটের ফলে মৌলিক কনটেন্টের সুরক্ষা অনেক বাড়বে। অনলাইনে অবৈধ কপি বা কনটেন্ট চুরির প্রবণতা কমে যাবে, ফলে নির্মাতারা তাদের সৃজনশীল কাজ নিয়ে আরও আশ্বস্ত হতে পারবেন।
এই নতুন ফিচার চালুর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা যেমন কনটেন্ট চুরি থেকে সুরক্ষিত হবেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলিক সৃজনশীলতার মূল্যায়নও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।