তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে একাধিক নতুন সুবিধা চালু

হোয়াটসঅ্যাপ। ছবি: রয়টার্স

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন। তবে হঠাৎ কল এলে আশপাশের পরিবেশ নিয়ে বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পটভূমি ব্যবহার সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কলের সময় পছন্দের ভার্চ্যুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। ছবি ও ভিডিও পাঠানোর সময়ও এই সুবিধা নেওয়া যাবে। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারী এ সুবিধা পাচ্ছেন।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও বাস্তব করতে ‘লাইভ ফটো’ ও ‘মোশন ফটো’ ফিচারও চালু করা হয়েছে। আইওএসের জন্য ‘লাইভ ফটো’ এবং অ্যান্ড্রয়েডের জন্য ‘মোশন ফটো’ সুবিধায় ছবির সঙ্গে আশপাশের শব্দ যুক্ত করে পাঠানো যাবে। এছাড়া নতুন চ্যাট থিম তৈরির সুযোগও থাকছে।

আইওএসের পর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এসেছে ডকুমেন্ট স্ক্যান সুবিধা। এতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই সরাসরি ডকুমেন্ট স্ক্যান, ক্রপ, সংরক্ষণ ও শেয়ার করা যাবে।

কথোপকথনকে প্রাণবন্ত করতে যুক্ত হয়েছে নতুন স্টিকার প্যাক, যার মধ্যে রয়েছে ‘ফিয়ারলেস বার্ড’, ‘স্কুল ডেজ’ ও ‘ভ্যাকেশন’। একই সঙ্গে গ্রুপ সার্চেও পরিবর্তন এসেছে। এখন কোনো গ্রুপের নাম মনে না থাকলেও গ্রুপের সদস্যের নাম লিখে সহজে গ্রুপ খুঁজে পাওয়া যাবে।

এ ছাড়া, বার্তা, ছবি বা ভিডিওর দ্রুত উত্তর দেওয়ার জন্য নতুন থ্রেডিং ফিচার আনার কাজ চলছে। সুবিধাটি চালু হলে গ্রুপ ও ব্যক্তিগত চ্যাটে কথোপকথন আরও সহজে সাজানো যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস & প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button