সীমান্ত থেকে পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে

অবস্থান সিকিম আর নেপাল সীমান্তে। খুব ভালোভাবে দেখতে অনেকে যান দার্জিলিং। বোঝার বাকি নেই, বলছি কাঞ্চনজঙ্ঘার কথা। তবে, সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকেও। এবারও আবহাওয়া ভালো থাকায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড়ও করছেন সুউচ্চ এই পর্বতের চূড়া দেখতে।
সীমান্তের ওপারে সুবিশাল হিমালয় পর্বতমালা। তার মধ্যে বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। প্রতিবছর নভেম্বরের মাঝামাঝি বা শুরুতে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে স্পষ্ট দেখা যায়। তবে আকাশ পরিষ্কার থাকায়, এবার আগে ভাগেই দেখা যাচ্ছে বিস্ময়কর এই পর্বত শৃঙ্গ।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব ১১ কিলোমিটার। কুয়াশা ও মেঘমুক্ত আকাশের উত্তর-পশ্চিমে খালি চোখে তাকালেই দেখা মেলে বরফ আচ্ছাদিত সাদা পাহাড় কাঞ্চনজঙ্ঘার।
দুই মেরু রেখার বাইরে সবচেয়ে বেশি বরফ ধারণ করে রেখেছে হিমালয় পর্বতমালা। সূর্যের আলোতে পাল্টাতে থাকে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার রূপ। কখনো শুভ্র, কখনো গোলাপি আবার কখনো লাল বা কমলা রং নিয়ে দেখা দেয় বরফে ঢাকা এই পর্বতচূড়া।
কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে প্রতিদিন বাড়ছে পর্যটকের সংখ্যা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা প্রস্তুতি।