দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মানাসলু শিখরে তৌফিক

পর্বতারোহী তৌফিক আহমেদ। ছবি: ফেসবুক থেকে
১৪ বছর পর আবারো মানাসলু শৃঙ্গে উড়ল বাংলাদেশের পতাকা। আজ ২৫ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত তিনটায় পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলুতে (৮ হাজার ১৬৩ মিটার) সফলভাবে আরোহন করেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ।
তাঁর নেপালি এজেন্সি সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, শৃঙ্গ জয় শেষে তিনি ইতিমধ্যে অন্য পর্বতারোহীদের সঙ্গে বেজক্যাম্পের পথে নেমে এসেছেন।
মানাসলু নেপালের মানসিরি হিমাল রেঞ্জে অবস্থিত। এটি ‘মাউন্টেন অব দ্য স্পিরিট’ নামেও পরিচিত। এর আগে ২০১১ সালের ১২ অক্টোবর প্রথম বাংলাদেশি হিসেবে এই শৃঙ্গে উঠেছিলেন এভারেস্টজয়ী এম এম মুহিত।
কুমিল্লায় বেড়ে ওঠা তৌফিক আহমেদ, পরিচিত নাম তমাল। তিনি ‘অলটিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব’-এর সদস্য। কলেজে পড়ার সময় থেকেই পাহাড়ের প্রতি তাঁর আকর্ষণ জন্মে। ২০১৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করার পর চাকরিতে যোগ দিয়েছিলেন; তবে এক বছর পর চাকরি ছেড়ে ভ্রমণ আয়োজনকেই বেছে নেন পেশা হিসেবে। বর্তমানে নেপালের এভারেস্ট ও অন্নপূর্ণা বেজক্যাম্পসহ বিভিন্ন ট্রেকিং রুটে বাংলাদেশি পর্যটকদের গাইড হিসেবে নিয়ে যান তিনি।
পর্বতারোহী হিসেবে নিজেকে গড়ে তুলতে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি। পাশাপাশি রক ক্লাইম্বিংয়েও দক্ষতা অর্জন করেছেন। ইতিমধ্যে মাউন্ট আমা দাবলাম, ভাগীরথী-২, আইল্যান্ড পিক, থারপু চুলি ও মাউন্ট কানামোসহ নেপাল ও ভারতের বিভিন্ন পর্বতশৃঙ্গ জয় করেছেন তৌফিক।

এবারের অভিযানে তৌফিক ছাড়াও আরও দুই বাংলাদেশি পর্বতারোহী—এভারেস্ট ও লোৎসেজয়ী বাবর আলী এবং তানভীর আহমেদ—মানাসলু শৃঙ্গে আরোহণের পথে রয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে তাঁরা ২৬ সেপ্টেম্বর ভোরে চূড়ায় পৌঁছাতে পারবেন। এর মধ্যে বাবর আলী অতিরিক্ত অক্সিজেন ছাড়াই অভিযান চালাচ্ছেন।
তথ্যসূত্র: প্রথম আলো