টুরিজম

পাহাড় না সমুদ্র? কোথায় কেন যাবেন

ছবি: সংগৃহীত

নিত্যব্যস্ত জীবনে মাঝে মাঝে মন চায় একটু স্বস্তি ও প্রশান্তি। একঘেয়েমি কাটাতে ভ্রমণ হতে পারে দারুণ উপায়। তবে প্রশ্ন হলো— পাহাড়ে যাবেন নাকি সমুদ্রে? উত্তর খুঁজে পাওয়া যায় আপনার স্বভাব ও পছন্দের ভেতরেই।

পাহাড়ের আহ্বান
যদি নির্জনতা পছন্দ করেন, মনে শান্তি খুঁজেন কিংবা দুঃসাহসিক কাজে আগ্রহী হন, তবে পাহাড় হতে পারে আপনার আদর্শ গন্তব্য। পাহাড়ে ওঠা, পথে হাঁটা বা রাতে আগুনের পাশে বসে এক কাপ গরম চা— সবকিছু মিলিয়ে পাহাড় ভ্রমণ এনে দিতে পারে এক অনন্য অভিজ্ঞতা।

সমুদ্রের বিস্তারে
অপরদিকে, যদি বিশালতায় হারিয়ে যেতে চান, জীবনের স্রোতের সঙ্গে মিলিয়ে এক ধরনের মুক্তির স্বাদ পেতে চান, তবে সমুদ্র সৈকতই আপনার জায়গা। সমুদ্রের ঢেউয়ের শব্দ, অনন্ত দিগন্ত আর মুক্ত আকাশ— সব মিলিয়ে এটি হয়ে উঠতে পারে প্রশান্তির এক ভিন্ন ভুবন।

শেষকথা
পাহাড় না সমুদ্র— এ নিয়ে তর্ক থাকতে পারে। তবে ভ্রমণ মানে শুধু বিনোদন নয়, বরং আত্মার মুক্তি ও প্রশান্তি খোঁজার এক পথ। তাই সময় পেলেই যেকোনো দিন, যেকোনো মুহূর্তে পাহাড় বা সমুদ্রে বেড়িয়ে আসা হতে পারে জীবনের জন্য একটি স্বস্তির নিশ্বাস।

এই বিভাগের অন্য খবর

Back to top button