শীত সম্পর্কে যে বার্তা দিল বিডব্লিউওটি

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ধীরে ধীরে শীতের আমেজ শুরু হয়েছে। আগামী ৯ থেকে ১০ নভেম্বরের মধ্যে ওই অঞ্চলের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শুক্রবার (৭ নভেম্বর) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল-লেপ রেডি করুন। ৯-১০ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার নিচে নামতে পারে।”
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকাতেও তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কারণে দিনে তেমন শীত অনুভূত হবে না।
পোস্টে আরও জানানো হয়, ১৭-১৮ নভেম্বরের পর রাতের তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা বাড়তে পারে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।



