আবহাওয়াপ্রধান খবর
দেশের ৬ বিভাগে ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

দেশের ৬ বিভাগে ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা চট্টগ্রামের বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।