আওয়ামী লীগের ২২তম সম্মেলন ডিসেম্বরে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, তিন বছর পরপর আমাদের সম্মেলন হয়, সেই হিসেবে আগামী ডিসেম্বর আমাদের নির্ধারিত সময়। আমরা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি।
শনিবার (২ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, সম্মেলনের প্রস্তুতি হিসেবে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম চলছে। এছাড়া আগামী ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই পার্টির সম্মেলন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ ও জাতীয় সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগ আরও সুসংগঠিত, সুশৃঙ্খল, আধুনিক ও স্মার্টার করে গড়ে তোলা হবে।
আওয়ামী লীগে গণতন্ত্র চর্চা হয় দাবি করে কাদের বলেন, আওয়ামী লীগই দেশের একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তার অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা সব সময়ই করে আসছে। করোনাভাইরাসের মতো ক্রাইসিস থাকার কারণে কিছু কার্যক্রম স্থগিত ছিল। করোনার প্রকোপ কিছুটা কমার সঙ্গে সঙ্গে আমরা আবারও আমাদের কার্যক্রম শুরু করেছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচন ও জাতীয় সম্মেলনের আগে শুধু মেয়াদোত্তীর্ণ শাখার সম্মেলন নয়, সহযোগী সংগঠন, যাদের মেয়াদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে তাদেরও সম্মেলন করতে হবে। অনতিবিলম্বে তারিখ নির্ধারণ করে সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে তাদেরও নির্দেশ দেওয়া যাচ্ছে।