নির্বাচন

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইসির

ফাইল, ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে মানদণ্ড হিসেবে গ্রহণ করে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির তথ্যানুযায়ী, ২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭,২৯,১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা হয়েছে। এর মধ্যে ৫৬,৪১,৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে ৮৭,৬৪১টি আবেদন পেন্ডিং আছে, যা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে ইসি জানিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button