প্রধান খবরবিশ্ববিদ্যালয়

উপাচার্যের নাম ফুুটবলে লিখে খেললেন শাবিপ্রবি’র আন্দোলনকারী শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে টানা ১২ দিন ধরে চলছে আন্দোলন। এর মধ্যে টানা সাত দিন উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন করেন শিক্ষার্থীরা। পরে অনশন ভেঙে শিক্ষার্থীরা অহিংস আন্দোলনের ঘোষণা দেন।

এদিকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ফুটবলের গায়ে উপাচার্যের নাম লিখে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে অংশ নেন আন্দোলনকারী শিক্ষার্থীদেরই একাংশ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা উপাচার্য ফরিদ উদ্দিনের আহমেদের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের অংশ হিসেবেই আমরা এ ফুটবল ম্যাচের আয়োজন করেছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button